• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি, বললেন ফখর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১১:৪৮
fakhar zaman, RTV ONLINE, RTV ONLINE
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাবর আজমরা। গ্যালারিতে সমর্থন পেয়ে ম্যাচসেরা পাকিস্তানি ব্যাটার ফখর জামান বললেন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে সহজ জয় পায় সফরকারীরা।

ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে মুস্তাফিজুর রহমানের কাছে ধরা দেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফখর জামান।

দলীয় ৯৭ রানে রিজওয়ান ফিরলেও জয়ের জন্য তা বাধা হয়নি। হায়দার আলিকে নিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৫১ বলে ফখর জামান ৫৭ অপরাজিত থেকে ম্যাচ সেরা হন।

গ্যালারিতে পাকিস্তানের সমর্থন দেখে মুগ্ধ হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ফখর।

‘আমার একটুও বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালেও এসেছিলাম। তখন এত মানুষকে পাকিস্তান সমর্থন করতে দেখিনি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা আসছেন, সমর্থন করছেন তাদের ধন্যবাদ। মনে হচ্ছে পাকিস্তানে খেলছি। আমরা যখন উইকেট নিচ্ছি ভালো শট খেলছি তখন আমাদের সমর্থন করছেন।’

বাংলাদেশের বোলারদের সুনামও করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

‘বোলিং অ্যাটাক খুবই ভালো। নিজেদের কন্ডিশনে তারা শক্তিশালী। পেস-স্পিন দুই বিভাগেই তারা ভালো। আমাদের ভালো ক্রিকেট উপহার দিতে হবে। সেটাই আমরা করছি। আমরা দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছি। তৃতীয় ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

সোমবার (২২ নভেম্বর) মিরপুরেই বসতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে গড়াবে বল।

ওয়াই/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh