• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বার্সার হয়ে নতুন শুরু হচ্ছে জাভির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৮:৫৫
xavi barcelona, rtv online
জাভি হার্নান্দেজ

লা লিগার খেলায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এই ম্যাচ দিয়ে কাতালানদের প্রধান কোচ হিসেবে পথচলা শুরু হচ্ছে জাভি হার্নান্দেজের।

স্প্যানিশ লিগের ১২ ম্যাচ শেষে ৪টি জয়, ৫টি হারে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে কাতালানরা। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে দূরত্ব ১১ পয়েন্টের। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে।

লিগে গত চার ম্যাচে বার্সেলোনা দেখেনি জয়ের মুখ। এমন সমকীরণের মধ্য দিয়ে জাভি অধীনে ঘুরে দাঁড়াতে চায় ব্লাউগ্রানারা।

রোনাল্দ কোম্যানকে বিদায় করে চলতি মাসের ছয় তারিখ নিয়োগ দেওয়া হয় জাভিকে। এরপর শুরু হয় আন্তর্জাতিক বিরতি।

‘আমরা খুব একটা সময় পাইনি একসঙ্গে অনুশীলন করার। তবে অনেক খেলোয়াড় রয়েছেন যারা আমাদের পরিকল্পনা জানেন। আমরা নিজস্ব ধাঁচে ছক কষেছি। প্রতিপক্ষ নিয়েও কাজ করেছি।’ যোগ করেন বার্সার হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ী জাভি।

১৯৯৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন দলটিতে। ওই বছর আল সাদে পাড়ি জমানোর পর ২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্বপালন করছিলেন কাতারের ক্লাব। বার্সায় নিয়োগ পেয়েই দলে ভিড়িয়েছেন সাবেক সতীর্থ দানি আলভেজকে।

‘ক্লাব প্রেসিডেন্ট (হুয়ান লাপোর্তা) বলেছিলেন তিনিও (দানি আলভেজ) রয়েছেন আওতায়। সুযোগ বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাকে তাকে খুব ভালো মতো চিনি। নিজের সবটুকু দিয়ে দিতে প্রস্তুত থাকেন। দুঃখজনক হলেও সত্য তাকে জানুয়ারির আগে আমরা পাচ্ছি না।’

তরুণ ফুটবলার বাদ দিয়ে কেনো ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দিকে ঝুঁকলেন বিষয়টি স্পষ্ট করেছেন জাভি।

‘নতুন করে যোগ করাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে সেরা। তার অভিজ্ঞতাও অনেক। তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে পেয়ে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে।’

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh