• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বলের গতি ২১৯ কিমি! সত্যিই কি এত জোরে বল করলেন হাসান আলি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৭:০৩
বলের গতি ২১৯ কিমি! সত্যিই কি এত জোরে বল করলেন হাসান আলি
ছবি: সংগৃহীত

চলছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঘটেছে অদ্ভুত কাণ্ড। ঘণ্টায় ২১৯ কিলোমিটার গতিতে বল করেছেন পাক পেসার হাসান আলি! চমকে উঠেছিলেন সবাই। শোয়েব আখতারের রেকর্ডও বার করে ফেলেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত জানা গেল গণ্ডগোল ছিল গতি মাপার প্রক্রিয়ায়। তার জন্যই এমন গতি দেখিয়েছে। যদিও এই ত্রুটির জন্য বলটির আসল গতিবেগ কত ছিল তা জানা যায়নি।

এ ঘটনার পর ভিডিও আর স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন অনেকে। এ নিয়ে মজার মজার টুইট করেছেন কেউ কেউ।

জানা যায়, ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েব আখতার বল করেছিলেন ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। এখন পর্যন্ত সেটাই ক্রিকেটের ইতিহাসে সব চেয়ে দ্রুততম বল। বাংলাদেশের বিরুদ্ধে হাসানের বলের গতি যা দেখিয়েছে তা সঠিক হলে হয়তো ভেঙে যেত সেই রেকর্ড।

ভিডিও দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh