• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় খেলার স্বপ্নপূরণ করছে বিএফএসএফ অ্যাকাডেমি কাপ

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৫:১৪
Bashundhara Kings BFSF U-14 Academy Cup, RTV ONLINE

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২১ এর তৃতীয় আয়োজন শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর। আগের দুটি আসরের মতো এবারও সার্বিক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরা হয়।

‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানে দেশের বিভিন্ন প্রান্তের ১২টি ফুটবল অ্যাকাডেমিকে সঙ্গে নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। রাজধানারী পল্টন আউটার স্টেডিয়ামে ৩ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এই আয়োজন।

সংবাদ সম্মেলনে বিএফএসএফের সভাপতি মো. কাজী শহিদুল আলম এর সভাপতিত্বে টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান।

তৃণমূলের তরুণ ফুটবলারদের ঢাকার মঠে খেলার সুযোগ করে দিতে টুর্নামেন্ট আয়োজন করে আসছে আয়োজকরা।

আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফিও ১ লাখ টাকা, রানার্স আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা দেয়া হবে। শুধু তাই নয় এই প্রথমবারের মত তৃতীয় ও চতুর্থ দলকে যথাক্রমে ট্রফি ও ৩০ এবং ২০ হাজার টাকা করে দেয়া হবে। প্রতিটি দলকে ১০ হাজার টাকা করে ম্যাচ ফি দেয়া হবে।

প্রতি দলের ২৩ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ ২৭ জনকে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে জার্সি সেট এবং দুটি করে ফুটবলও দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলেন আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিএফএসএফ এর সহ-সভাপতি আব্দুল বারী মালিক, সহ-সভাপতি এসজি আকবর সহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

৮টি ক্যামেরার মাধ্যমে টুর্নামেন্টের সব খেলা ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজে।

এক নজরে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপের দলগুলো

১। ফুটবল অ্যাকাডেমি দিরাই, সুনামগঞ্জ
২। সানরাইজার্স ফুটবল অ্যাকাডেমি, ব্রাহ্মণবাড়িয়া
৩। সুইহ্লামং ফুটবল অ্যাকাডেমি, রাঙ্গামাটি
৪। মোহামেডান ফুটবল অ্যাকাডেমি, পিরোজপুর
৫। মো. আব্দুল হালিম ফুটবল অ্যাকাডেমি, ময়মনসিংহ
৬। ছাগলনাইয়া ফুটবল অ্যাকাডেমি, ফেনী
৭। এসএফসিএ ফুটবল কোচিং, গাইবান্ধা
৮। রহিমনগর ফুটবল অ্যাকাডেমি, খুলনা
৯। ফুলবাড়ী ফুটবল ফাইটার্স অ্যাকাডেমি, কুড়িগ্রাম
১০। ফুটবল অ্যাকাডেমি নাটোর, নাটোর
১১। ইপিলিয়ন ফুটবল অ্যাকাডেমি, নারায়ণগঞ্জ
১২। ভৈরব ফুটবল অ্যাকাডেমি, ভৈরব

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh