• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিজ বাঁচাতে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১১:২৮
bangladesh-vs-pakistan, rtv online

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। লক্ষ্য সিরিজ বাঁচানো।

শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটায় শুরু হচ্ছে ম্যাচটি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস।

অনলাইনেও দেখা যাবে এই ম্যাচ। র‌্যাবিটহোল বিডি ও টি স্পোর্টসের ইউটিউবের সম্প্রাচার হচ্ছে ম্যাচটি।

প্রথম ম্যাচে চার উইকেটের জয় তুলে নিয়েছে বাবর আজম নেতৃত্বাধীন দলটি।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমেছিল টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই ব্যর্থ হয় লাল-সবুজদের ব্যাটিং লাইন আপ।

আফিফ হোসনের ৩৪ বলে ৩৬, মেহেদী হাসানের ২০ বলে ৩০ এবং নুরুল হাসান সোহানের ২২ বলে ২৮ রান ছাড়া কেউই দু’অঙ্ক স্পর্শ করতে পারেননি।

২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে চার বল হাতে রেখে ৬ উইকেটে ১৩২ রান তুলে নেয় সফরকারী পাকিস্তান।

তাসকিন আহমেদ দুটি উইকেট আদায় করেন। মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম একটি করে উইকেট তুলে নেন।

আগামী সোমবার (২২ নভেম্বর) একই সময় ও ভেন্যুতে সংক্ষিপ্ত ফরম্যাটের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh