• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুধের স্বাদ ঘোলে মেটাল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ০০:৫০

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ভারত। এর অন্যতম কারণ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হার। ওই ম্যাচটা জিতলে সেমি ফাইনালে খেলতে পারত ভারত। তবে সপ্তাহ পেরুতেই শোধ তুলল কিউইদের হারিয়ে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্চিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত। ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেলের ব্যাটে শুরুটা দারুণ হয় সফরকারীদের।

৪.২ ওভারের মাথায় গাপটিলকে ৩১ (১৫) রানে বিদায় করে জুটি ভাঙেন দীপক চাহার। এরপর ৮.৫ ওভারের সময়ে মার্ক চ্যাপম্যানকে ২১ (১৭) রানে বিদায় করেন আক্সার প্যাটেল। তৃতীয় উইকেট ফেলতেও বেশি দেরি করেনি ভারতীয় বোলাররা।

১১.২ ওভারের সময়ে ড্যারেল মিচেলকে ৩১ (২৮) বিদায় করেন হার্শা প্যাটেল। এরপর গ্ল্যান ফিলিপসের ব্যাটে এগুতে থাকে কিউইরা। টিম সেইফার্টকে (১৩) বিদায় করেন রবীচন্দ্রন অস্বিন। দলের সর্বোচ্চ ৩৪ (২১) রানের ইনিংস খেলা ফিলিপসকে বিদায় করেন প্যাটেল। এরপর থেমে যায় রানের চাকা। কিউইদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৩ রান।

২টি উইকেট নেন হার্শা প্যাটেল। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, আক্সার প্যাটেল ও অস্বিন।

লক্ষ্য তাড়া করতে নেমে কিউই বোলারদের উপর চেপে বসেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দুজনের জুটি ভাঙে দলীয় ১৩৫ রানের মাথায় রাহুলের ৬৫ (৪৯) রানে বিদায়ে। রাহুলকে বিদায় করেন টিম সাউদি।

এরপর রোহিতের বিদায়ের কারনও হন সাউদি। ব্যক্তিগত ৫৫ (৩৬) রানের মাথায় গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ততোক্ষণে জয়ের দ্বারপ্রান্তে ভারত। তবে বাকি কটা রান তুলতেও হারাতে হয় সুর্য কুমার যাদবের উইকেট। সাউদির বলে বোল্ড হয়ে ফিরতে হয় ১ রান করে। শেষটা করে আসেন ভেঙ্কাটেস আইয়ার (১২) ও ঋষব পন্ত (১২)। ২ ওভার ৪ বল হাতে রেখে ভারত জয় তুলে নেয় ৭ উইকেটের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh