• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-পাকিস্তান

পাওয়ার প্লেতে ছন্নছড়া পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১৬:২৫

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আজ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা বাংলাদেশ দল ৭ উইকেটে ১২৭ রান তুলে শেষ করে ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েছে সফরকারীরা। পাওয়ার প্লে শেষ না হওয়ার আগেই হারাতে হয়েছে ৩ উইকেট। তৃতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে মাত্র ১১ রানে বোল্ড করে ফেরান মোস্তাফিজুর রহমান।

চতুর্থ ওভারে বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার বাবর করেছেন ১০ বলে মাত্র ৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ০ (৩) রানে ফিরেছেন হায়দার আলী। শেখ মেহেদীর বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয়েছে সাজঘরে।

চতুর্থ ওভারে বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার বাবর করেছেন ১০ বলে মাত্র ৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ০ (৩) রানে ফিরেছেন হায়দার আলী। শেখ মেহেদীর বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয়েছে সাজঘরে। ষষ্ঠ ওভারের শেষ বলে নুরুল হাসানের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরের পথ ধরতে হয়েছে শোয়েব মালিককে (০)।

পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ২৪ রান। তাসকিন, মোস্তাফিজ ও শেখ মেহেদী নিয়েছেন একটি করে উইকেট।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh