• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-পাকিস্তান

টপ-অর্ডার হারিয়ে বিপাকে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

  ১৯ নভেম্বর ২০২১, ১৪:৪১

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দল থেকে বেশ কয়েকজনকে বাদ দিয়ে তরুণদের নিয়ে গড়া দল নিয়ে মাঠে নামলেও শুরুতেই বেশ বিপাকে পড়েছে।

নিয়মিত ওপেনার নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নামেন সাইফ হাসান। প্রথম ওভারেটা কাটিয়ে দিলেও ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমের গতির কাছে টিকে টিকে থাকতে পারেননি নাঈম। উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র ১ (৩) রান করে।

মোহাম্মদ ওয়াসিমের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে থাকা ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া সাইফ হাসান ১ (৮)। সাইফের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকেও ৭ (১৪) ফেরান ওয়াসিম।

পাওয়ার প্লেতে মাত্র ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলের খেলোয়াড় পরিবর্তন করলেও বিশ্বকাপের ব্যর্থতার ঘোর যেন কাটছেই না বাংলাদেশ দলের।

এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ ওভার শেষে ৩৭ রান, ৩ উইকেট হারিয়ে।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh