Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১১:৫১
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১:৫৩

ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল
তামিম ইকবাল

ইনজুরির কারণে বেশ কয়েক দিন ধরে দলের বাইরে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সবশেষ জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তামিম। সে সফরে টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন দেশের নির্ভরযোগ্য এই ওপেনার। খেলেননি একমাত্র টেস্ট ম্যাচও। সেই থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম।

চিকিৎসার জন্য এবার দেশসেরা এই ওপেনার উড়াল দিবেন ইংল্যান্ডের উদ্দেশে। শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তামিম।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মাঠে ফেরার একটা সম্ভাবনা জাগলেও নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। বিশ্বকাপে না খেললেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেখানেও ইনজুরিতে পড়ে দেশে ফেরেন দেশসেরা এই ওপেনার। এরপর থেকেই চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও টেস্ট দিয়ে দলে ফেরার ইঙ্গিত পাওয়া গেছিল। তবে এই সিরিজেও ভক্তদের হতাশ করলেন তিনি। অনুশীলনের সময় সেই একই বাম হাতের আঙুলে আবারও চোট পান ওয়ানডে অধিনায়ক।

টিএন/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS