• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শোককে শক্তিতে রূপান্তর করতে চায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৭, ১০:৪৮

ইউরোপা লিগের ফাইনালে বুধবার ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে শোকাহত ম্যানচেস্টার ইউনাইটেড।

সুইডেনের রাজধানী স্টকহোমের সোলনা’র ফ্রেন্ডস অ্যারেনাতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

একদিন আগেই ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের কনসার্টে ভয়াভহ হামলায় ২২ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হন।

মঙ্গলবার প্র্যাকটিস গ্রাউন্ডে ১ মিনিটের নীরবতাও পালন করে ইংলিশ জায়ান্টরা।

নীরবতা পালন ও কালোব্যাজ ধারণ করে ম্যাচটি শুরু হবে বলে এক টুইটে জানিয়েছে ইউনাইটেড কতৃপক্ষ।

ইউরোপার চ্যাম্পিয়নকে সরাসরি সুযোগ দেয়া হয় ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

ষষ্ঠ হয়ে এবারের লিগ শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে এ ম্যাচই একমাত্র সুযোগ ‘রেড ডেভিল’দের।

আর ডাচ লিগ দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে আয়াক্স। সোনালী দিন ফেলে আসা আমর্স্টারডামের ক্লাবটি অনেক বছর পর শিরোপা স্বপ্নে বিভোর।

এদিকে ম্যাচটিকে কেন্দ্র করে সর্বোচ্চ পর্যায়ে সতকর্তা জারি করেছে ইউইএফএ কতৃপক্ষ।

ম্যাচের আগে ম্যানইউ কোচ হোসে মরিনহোর সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।

আগের চারবারের দেখায় দুটি করে জয় ভাগাভাগি করেছে আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh