• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝুঁকি নিয়ে জয় তুলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২১, ২১:৪৬
bangladesh vs srilanka, rtv online, 4 NATIONS
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ মারিও লামোস

চার জাতি ফুটবল টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় শীর্ষে জামাল ভূঁইয়ারা। ফাইনালে ওঠার লড়াইয়ে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ। প্রধান কোচ মারিও লামোস এমনটাই জানিয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বরত এই কোচ।

‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের শৃঙ্খলা আর শান্ত থাকতে হবে। খেলার ছন্দ বুঝতে হবে। তাদের জিততে হবে। জিততে চাইলে ঝুঁকি নিতে হবে। আমরা জিততে চাই।’

টুর্নামেন্ট শুরুর পর বল মাঠে গড়াতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। অন্যদিকে ভেন্যু কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অতিরিক্ত বালু থাকায় খেলোয়াড়দের হাঁপাতে দেখা গেছে।

মারিও লামোসের ভাষায়, ‘কোনো অজুহাত নিয়ে এখানে আসেনি। প্রতিটা ম্যাচ জিততে চেয়েছি। এখনও চাই। আমার কাজ হচ্ছে খেলোয়াড়দের এক করা। আমরা খুশি কিন্তু আরও চাই।’

মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শুরু হচ্ছে ম্যাচ। তার আগে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে গ্যালারিতে থাকা লঙ্কান দর্শকরাও থাকবে। সেবিষয়টিও জানা আছে লামোসের।

‘সেশেলসের বিপক্ষে তাদের ম্যাচটি আমি দেখেছি, সমর্থকরা শ্রীলঙ্কার পাশে ছিল। এমনকি তারা যখন গোল হজম করলো এবং সুবিধা করতে পারছিল না, তখনও সমর্থকরা দলকে অনুপ্রাণিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।’

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৪ সালে যেসব ম্যাচ খেলবে ফুটবল দল 
X
Fresh