• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২১, ১০:০৮
রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত
ছবি: সংগৃহীত

পর্তুগালকে ২-১ গোলে কাঁদিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে সার্বিয়া। যদিও লিসবনে খেলার দ্বিতীয় মিনিটেই রেনাতা সানচেজের গোলে লিড পায় পর্তুগিজরা। কিন্তু ৩৩ মিনিটে দুসান তাদিচ ও ৯০ মিনিটে আলেকজান্দার মিত্রভিচের গোলে জয় তুলে নেয় সার্বিয়া।
দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভা পাস দেন রেনাতো সানচেজকে। প্রতিপক্ষ বিপৎসীমায় ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১৪ মিনিটে রোনালদো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তার শট ঠেকান সার্বিয়ান গোলরক্ষক।
৩৩ মিনিটে যে গোলে সমতায় ফিরল সার্বিয়া, তাতেও রইলো ভাগ্যের ছোঁয়া। বক্সের বাইরে থেকে শট করে বসলেন দুসান তাদিচ। সেটা দানিলো পেরেইরার গায়ে লেগে রুই প্যাট্রিসিওর হাত ছুঁয়ে পেরিয়ে যায় টাচলাইন।
১-১ গোলে সমতা ছিল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেক্সান্দার মিত্রোভিচ গোল করে উচ্ছ্বাসে ভাসান সার্বিয়াকে।
এই জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে সার্বিয়া চলে গেল বিশ্বকাপে। আর সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পর্তুগাল হারাল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
X
Fresh