• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

এক নজরে সেরা রান সংগ্রাহকের তালিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২১, ২৩:৪২
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online
বাবর আজম, ডেভিড ওয়ার্নার ও মোহাম্মদ রিজওয়ান

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে শিরোপায় চুমু দিল অ্যারোন ফিঞ্চরা।

রোববার (১৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। ফলে মোহাম্মদ রিজওয়ানকে টপকে রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন অজি ওপেনার।

সাত ইনিংসসে ৪৮.১৬ গড়ে ওয়ার্নারের মোট রান ২৯৮। ৩০৩ রান করে শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম থেকে পাঁচ রান দূরে তিনি। ছয় ইনিংসে ৬০.৬০ গড়ে ৩০৩ রান তুলেন এই ওপেনার। তৃতীয় স্থানে থাকা বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের রান ২৮১। ছয় ইনিংসে এই উইকেটরক্ষক ব্যাটারের গড় ৭০.২৫।

জেনে নিন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক যারা

১. বাবর আজম (পাকিস্তান) ছয় ইনিংস, ৩০৩ রান, ৬০.৬০ গড়

২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সাত ইনিংস, ২৯৮ রান, ৪৮.১৬ গড়

৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ছয় ইনিংস, ২৮১ রান, ৭০.২৫ গড়

৪. জস বাটলার (ইংল্যান্ড) ছয় ইনিংস, ২৬৯ রান, ৮৯.৬৬ গড়

৫. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) ছয় ইনিংস, ২৩১ রান, গড় ৪৬.২০

৬. ডেভিড ভিসা (নামিবিয়া), আট ইনিংস, ২২৭ রান, গড় ৪৫.৪০

৭. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) আট ইনিংস, ২২১ রান, গড় ২৭.৬২

৮. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) সাত ইনিংস, ২১৬ রান, গড় ৪৩.২০

৯. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), সাত ইনিংস, ২০৮ রান, গড় ২৯.৭১

১০. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), সাত ইনিংস, ২০৮ রান, গড় ৩৪.৬৬

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
X
Fresh