• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জামালের প্রথম আন্তর্জাতিক গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২১, ১৭:১৮

মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

শনিবার (১৩ নভেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে চার জাতির ফুটবল টুর্নামেন্টে খেলতে নামে দুই দল। ১-১ ব্যবধানে শেষ হয়েছে প্রথমার্ধ।

প্রধানমন্ত্রী মহিন্দ রাজপাকসে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ১১ মিনিটে গোল পায় বাংলাদেশ।

রহমত মিয়াল লম্বা থ্রো মালদ্বীপের ডিফেন্ডারদের বোকা বানিয়ে জামাল পায়ে চলে যায়। বাংলাদেশ দলনেতা গোল তুললেও তা বাতিল করে দেয়া হয়। অফসাইডের সিদ্ধান্ত আসে। প্রতিবাদ করে জামালরা। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।

৩৩ মিনিটে আশরাফের করা কর্নার থেকে বল আকরাম আব্দুল ঘানির পায়ে যায়। অধিনায়ক বলটি বাড়িয়ে দিলে গোল তুলতে ভুল করেননি ইব্রাহিম আইসাম।

শ্রীলঙ্কার মাটিতে চার জাতির এই বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে।

ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের জায়গায় নেমেছেন রহমত মিয়া। সাদ উদ্দিনের বদলে মোহাম্মদ হৃদয়কে রাখা হয়েছে একাদশে।

বাংলাদেশ একাদশ

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো

রক্ষণভাগ

তপু বর্মণ, টুটুল হোসেন বাদশাহ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া।

মধ্যমাঠ

জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন, ও মোহাম্মদ হৃদয়।

আক্রমণভাগ

সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মালদ্বীপে প্রধান কৌঁসুলিকে হাতুড়ি দিয়ে আঘাত
সংসদে মারমারিতে জড়ালেন মালদ্বীপের এমপিরা
মালদ্বীপে চীনের জাহাজ
X
Fresh