• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ম্যানচেস্টার হামলায় হতাহতদের পাশে ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ১৩:৪৬

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার রাতে ম্যানচেস্টার এরিনায় আমেরিকান উঠতি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলার সময় এ হতাহতের ঘটনা ঘটে। এসব হতাহতদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব কাঁপানো ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ও বিখ্যাত ফুটবলাররা।

ঘটনার পর ভূক্তভোগীদের সান্ত্বনা জানিয়ে টুইট করেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। প্রায় একইসময়ে টুইট করে হতাহতদের প্রতি সমবেদনা জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দলটিও। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিখ্যাত ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার।

ভিনসেন্ট কোম্পানির টুইটটি এরকম-হতাহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। এটি বৃহত্তম শহর ম্যানচেস্টারের জন্য দুঃস্বপ্নের দিন।

ম্যানচেস্টার সিটির টুইটে বলা হয়েছে, এরিনায় যে ভয়াবহ হামলার ঘটনা আমরা শুনেছি তা সত্যিই বেদনাদায়ক। এ ঘটনায় আক্রান্ত পরিবার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের সমর্থন রইলো।