• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিদিন অল্প করে পবিত্র কোরআন পড়ছি : ম্যাথু হেইডেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২১, ২২:১৩
প্রতিদিন, অল্প, করে, পবিত্র, কোরআন, পড়ছি, ম্যাথু, হেইডেন,
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অল্পদিনের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন তিনি। হেইডেন পাকিস্তান দলের ধর্মীয় সংস্কৃতি দেখে অভিভূত এবং তার রিজওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেওয়া হেইডেন জানান, পাকিস্তানি উইকেট কিপার-ব্যাটার তাকে একটি ইংরেজি সংস্করণের পবিত্র কোরআন উপহার দিয়েছেন। ওই মুহূর্তটি তিনি কখনও ভুলবেন না বলেও জানান। তারা সেসময় ইসলাম সম্পর্কে আলোচনাও করেছেন বলে জানান, এই অজি ক্রিকেটার।

‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন বলেন, আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী, অন্যজন মোহাম্মদ (সা.)-এর অনুসারী হলেও সে (রিজওয়ান) আমাকে একটি ইংরেজি সংস্করণের কোরআন উপহার দিয়েছে।

সাবেক অজি ক্রিকেটার বলেন, আমরা প্রায় আধঘণ্টা মেঝেতে বসে এটি (কোরআন) নিয়ে আলোচনাও করেছিলাম। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কোরআন) পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন মানুষ।

ধর্মের (ইসলাম) কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা আরও ঐক্যবদ্ধ হয়েছেন বলেও মনে করেন তিনি।

সূত্র: ক্রিকট্রেকার

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
রমজান মাসে ৪ বিশেষ আমল
জাকাত কেন গুরুত্বপূর্ণ
গোসল ফরজ হলে কি সেহরি খাওয়া যাবে
X
Fresh