• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসী ফুটবলারে বাজিমাত লঙ্কানদের, ৪ গোল হজম করেও ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২১, ১৯:০৫
3 nations cup, maldives vs sri lanka, RTV ONLINE
ছবি- সংগৃহীত

চার জাতি ফুটবল টুর্নামেন্টে অবিশ্বাস্য কামব্যাক করেছে শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। এক হালি গোল হজম করে শেষ পর্যন্ত ৪-৪ ব্যবধানে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে লঙ্কানরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মালদ্বীপের হয়ে ৮ মিনিটে আকরাম আব্দুল ঘানি গোল করে এগিয়ে দেন দলকে।

পরের মিনিটিই গোল তুলেন আলি ফাসির। ৩৪ মিনিটের মাথায় মালদ্বীপের পক্ষে তৃতীয় গোলটি আদায় করেন ইব্রাহিম মুহুদি। এতে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দাপট বজায় রেখেছিল মালদ্বীপ। ৫৮ মিনিটে গোল করে অধিনায়ক আলী আশফাক।

এর পরের গল্পটি ভিন্ন। ৬৪, ৬৮, ৭২ ও ৯০+৩ মিনিটে লঙ্কানদের হয়ে খেলা জার্মান প্রবাসী আহমেদ ওয়াসিম রাজিক টানা চারটি গোল করেন। এতে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়ে রাখল স্বাগতিকরা।

এদিকে দুই দফা পিছিয়ে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াবে। অতিবৃষ্টির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh