• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএসপিএ) স্পোর্টস কার্নিভাল

কলব্রিজে আশরাফুল আলম চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২১, ২৩:০৯
bspa sports carnival 2021, RTV NEWS

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস কার্নিভাল-২০২১ এর দ্বিতীয় দিনে কলব্রিজ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ নভেম্বর) এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এসএম আশরাফুল আলম। আবু হোরায়রা তামিম রানার্স-আপ ও মো. সামন হোসেন তৃতীয়স্থান অর্জন করেন।

মঙ্গলবার তৃতীয় দিন টোয়েন্টি নাইন ইভেন্টের খেলা বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মার্সেলের পৃষ্ঠপোষকতায় এবার সর্বমোট ৮টি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হবে। সবক’টি ডিসিপ্লিনের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এবারের কার্নিভালের ইভেন্টগুলো হলো- ক্যারম একক, ক্যারম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, দাবা, শুটিং, গোলক নিক্ষেপ, কলব্রিজ, টোয়েন্টি নাইন ও আর্চারি।

আগামী শনিবার (১৩ নভেম্বর) এই প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে।

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার।

ট্রফি থাকছে সেরা দুই রানার্স-আপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও উপহার থাকছে।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ইভেন্টে পুরুষদের ম্যাচ পরিচালনায় নারী রেফারি
এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
X
Fresh