• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সূচি পরিবর্তনে খুশি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২১, ২২:৫২
BANGLADESH VS SEYCHELLES, RTV ONLINE
ছবি- বাফুফে

চার জাতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। অতিরিক্ত বৃষ্টির কারণে একদিন পিছিয়ে মঙ্গলবারে (৯ নভেম্বর) একই সময়ে মাঠে গড়ানোর কথা ওই ম্যাচ। আয়োজকদের এমন সিদ্ধান্ত নিজেদের জন্য ইতিবাচক বলে মনে করে বাংলাদেশ ফুটবল দল।

গেল তিন দিন ধরে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে। এদিন রাত সাড়ে নয়টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামতে পারেনি লঙ্কানরা। ২৪ ঘণ্টা পিছিয়ে ম্যাচটি খেলবে দুই দল।

অন্যদিকে ম্যাচ না থাকায় এদিন কলম্বোতে প্রস্তুতি সেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ।

‘আমাদের জন্য ভালো হয়েছে। অনুশীলনের জন্য একটা দিন বেশি পেয়েছি। শ্রীলঙ্কায় আবহাওয়ারও একটা বিষয় আছে। এখন বৃষ্টির মৌসুম। মাঠে নামার আগে তিনদিন অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় বিষয়টা ইতিবাচক।’

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেশলস। আফ্রিকার দেশটি ছাড়াও টুর্নামেন্টে অপর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রতিপক্ষকে কতটুকু চেনা তপুদের?

‘সেশেলসের বিপক্ষে খেলা হয়নি। তবে তারা বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশ সফর করেছিল। ওই দলটা নিয়েই তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আমরা কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপে তাদের খেলা দেখেছি।’

প্রতিপক্ষ যেমনই হক নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী মারিও লামোসের শিষ্যরা।

তপু বলেন, ‘তাদের নিয়ে চিন্তা না করে নিজেদের নিয়ে ভাবছি। আমরা দেশে অনুশীলন করেছি। শ্রীলঙ্কায় এসে তিনদিন প্রস্তুতি নিয়েছে। অনূর্ধ্ব ২৩- দল থেকে যারা এসেছে তারাও খেলার মধ্যেই আছে। সব বিবেচনায় আমরা আশাকরি ভালো ফল আনতে পারব।’

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
শিব নারায়ণ দাশকে জাতি আজীবন স্মরণে রাখবে : জি এম কাদের 
X
Fresh