• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২১, ২৩:০৮
Four Nation International Football Tournament, Prime Minister Mahinda Rajapaksa Trophy 2021, Bangladesh vs  Seychelles,  Sri Lanka vs Maldives, rtv online
ছবি- বাফুফে

শ্রীলঙ্কায় বসতে চলা ‘প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধনী ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশের। সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় আফ্রিকান দেশ সেশেলসের বিপক্ষে হতে যাওয়া এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) ঠিক একই সময়ে ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজকরা।

সূচি অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ১১ ও ১৪ নভেম্বর হওয়ার কথা ছিল। সেগুলো বসবে যথাক্রমে ১২ ও ১৫ নভেম্বর।

ম্যাচ না থাকায় সোমবার বিকেলে অনুশীলন করবে লাল-সবুজরা।

চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশসহ স্বাগতিক শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সেশেলস অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই বসবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ

তপু বর্মণ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়।

মধ্যমাঠ

আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, ওবায়দুর রহমান নবাব।

আক্রমণভাগ

মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, জুয়েল রানা, মেহেদী হাসান রয়েল, ফয়সাল আহমেদ ফাহিম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
X
Fresh