• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে চোখ জামালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২১, ২০:৩৭
Four Nation International Football Tournament, Prime Minister Mahinda Rajapaksa Trophy 2021, Bangladesh vs  Seychelles,  Sri Lanka vs Maldives, rtv online
ছবি- বাফুফে

শ্রীলঙ্কার মাটিতে চার জাতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। লাল-সবুজদের সামনে প্রতিপক্ষ সেশেলস। সোমবার (৮ নভেম্বর) কলোম্বর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

মাঠে নামার আগেই ফাইনালে চোখ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। রোববার (৭ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

‘প্রথমবারের মতো টুর্নামেন্ট অংশ নিচ্ছি। প্রথম ম্যাচেই মাঠে নামবো। আমরা যদি ম্যাচ জিতি তাহলে শুরুটা ভালো হবে। যা ফাইনালে পৌঁছানোর পথ সুগম করবে।’

বাংলাদেশ স্কোয়াডে সুযোগ হয়েছে কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের। অন্তর্বর্তীকালীন কোচ মারিও ল্যামোস বলছেন তরুণদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ।

‘দলে ইনজুরিসহ একাধিক সমস্যা রয়েছে।অভিজ্ঞদের সঙ্গে বেশ কয়েকজন তরুণকে রাখা হয়েছে স্কোয়াডে। যা তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।’

লঙ্কান প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের নামে এই টুর্নামেন্টে দুই দল স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ। রাত সাড়ে নয়টায় দলদুটি মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগের মাধ্যমে দলগুলো একে অপরের মুখোমুখি হবে। সেরা দুই দল ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে। শ্রীলঙ্কা-মালদ্বীপ পরিচিত প্রতিপক্ষ হলেও আফ্রিকান দেশ সেশলসকে কতটা চেনে বেঙ্গল টাইগাররা।

কোচ লামোসের ভাষায়, ‘দুই বছর আগে সেশেলস বাংলাদেশ সফর করেছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপে কয়েকটি ম্যাচ খেলেছিল তারা। সম্প্রতি তাদের বেশ কয়েকটি ম্যাচেও ভিডিও নিয়ে আমরা কাজ করেছি।’

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ

তপু বর্মণ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়।

মধ্যমাঠ

আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, ওবায়দুর রহমান নবাব।

আক্রমণভাগ

মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, জুয়েল রানা, মেহেদী হাসান রয়েল, ফয়সাল আহমেদ ফাহিম।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৪ সালে যেসব ম্যাচ খেলবে ফুটবল দল 
X
Fresh