• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব

উজবেকদের কাছে হাফ ডজন গোল হজম বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২১, ১৮:২২
Yousuf Zulqurnain Hoque, Uzbekistan vs Bangladesh | U23 Asian Cup Qualifiers | LIVE, rtv online
ছবি- বাফুফে

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের ৬-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শনিবার (৩০ অক্টোবর) তাশখান্দের পাখাতোর স্টেডিয়ামে শুরুতেই গোল তুলে নেয় উজবেকরা। ১২ মিনিটের মাথায় গোল করেন খশিমভ উলুগবেগ।

তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। আনভারভ ডাভরনের করা কর্নারে গোল করেন বেজিমভ এলডোরবেক।

১৬ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল দেন অধিনায়ক উলুগবেগ। অন্যদিকে ডাভরনের ক্রসে হেডের মাধ্যেমে চতুর্থ গোল তুলেন তোস্তে মিরভ আসলিদিন। এক হালি গোল খেয়ে বিরতিতে যায় মারুফুল হকের শিষ্যরা।

৬৫ মিনিটে পঞ্চম গোলটি আসে আবোসবেক ফায়জুলায়েভের ফ্রি-কিক থেকে। ৮৮ মিনিটে রাকহিমকুলভ ডাইওরবেক শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। যদিও তা জালে জড়াতে ভুল করেননি ওডিলোভ আলিসার।

এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইউসুফ জুলকারনাইন হকের। ইংল্যান্ড প্রবাসী এই ফরোয়ার্ডে ইপসউইচ টাউনের বয়সভিক্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

২০২২ সালে জুনে বসতে চলা মূল পর্বের স্বাগতিক উজবেকিস্তান। সরাসরিই যুব এশিয়ান কাপে খেলবে তারা। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ম্যাচটিকে ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে ধরছে।

গেল বুধবার বাছাই পর্বের প্রথম ম্যাচে কুয়েতের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার ২ নভেম্বর ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ একাদশ

গোলরক্ষক

পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

টুটল হোসেন বাদশাহ (অধিনায়ক), রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি।

মাঝমাঠ

মানিক মোল্লা, মারাজ হোসেন, মো. হৃদয়।

আক্রমণভাগ

মাহবুবুর রহমাস সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, ইউসুফ জুলকারনাইন হক।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উজবেকিস্তানে ভাষা আন্দোলনের গল্প শোনালেন রাষ্ট্রদূত
X
Fresh