• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ফুটবলেও হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২১, ১৯:২১
ফুটবলেও হার দিয়ে শুরু বাংলাদেশের
ছবি: বাফুফে

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে কুয়েতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। বুধবার (২৭ অক্টোবর) উজবেকিস্তানের জার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমনে চলে ম্যাচ। তবে প্রধমার্ধের ১৯ মিনিটে ইউসুফ আল রাশেদির গোলে এগিয়ে যায় কুয়েত। এভাবেই শেষ হয় খেলার ৪৫ মিনিট। দ্বিতীয়ার্ধের দু’দলই চেষ্টা করে গোল করতে তবে কোনো দলই সফল হয়নি। এর ফলে ১-০ গোলেই হার নিয়ে মাঠ ছাড়ে টুটল হোসেন বাদশাহরা

এর আগে, মূল একাদশে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। তবে ইপসউইচ টাউন এফসি’র বয়স ভিত্তিক দলে খেলা এই ফরোয়ার্ডের নাম রয়েছে স্কোয়াডে।

উজবেকিস্তানে পাড়ি জমানোর আগে কোচ মারুফুল হকের অধীনে ঢাকার আবাহনী মাঠে চার সপ্তাহ অনুশীলন করেছিল বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ একাদশ

গোলরক্ষক

পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

টুটল হোসেন বাদশাহ (অধিনায়ক), রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি।

মাঝমাঠ

মানিক মোল্লা, মারাজ হোসেন, মো. হৃদয়।

আক্রমণভাগ

মাহবুবুর রহমাস সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, এনামুল ইসলাম গাজী।

টিএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের ১০ শর্তের ৯টিই পূরণ করেছে বাংলাদেশ : গভর্নর
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
টিভিতে আজকের খেলা
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
X
Fresh