• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ (সরাসরি)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২১, ১৬:০২

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ।

বুধবার (২৮ অক্টোবর) উজবেকিস্তানের জার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

উজবেকদের রাজধানী তাসকেন্তে জাতীয় দলের হয়ে খেলা রহমত মিয়া, টুটল হোসেন বাদশাহ, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, মানিক মোল্লা, মাহবুবুর রহমাস সুফিলরা রয়েছেন একাদশে।।

মূল একাদশে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। তবে ইপসউইচ টাউন এফসি’র বয়স ভিত্তিক দলে খেলা এই ফরোয়ার্ডের নাম রয়েছে স্কোয়াডে।

উজবেকিস্তানে পাড়ি জমানো আগে কোচ মারুফুল হকের অধীনে ঢাকার আবাহনী মাঠে চার সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ একাদশ

গোলরক্ষক

পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

টুটল হোসেন বাদশাহ (অধিনায়ক), রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি।

মাঝমাঠ

মানিক মোল্লা, মারাজ হোসেন, মো. হৃদয়।

আক্রমণভাগ

মাহবুবুর রহমাস সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, এনামুল ইসলাম গাজী।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh