• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সামনে কিউইদের স্বল্প পুঁজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ২১:৪২
new-zealand-vs-pakistan, rtv online
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। শারজাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে আট উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে কিউইরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতের মতো এই ম্যাচেও দাপট দেখিয়েছে পাকিস্তানের বোলাররা।

২০ বল খেলে ১৭ রান করে মার্টিন গাপটিল। আরেক ওপেনার ড্রায়াল মিচেল ২০ বলে তুলেন ২৭ রান।

২৬ বলে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে ২৫ রান আসে। ২ বলে ১ রান করে ফেরেন জিমি নিশাম।

ডেভন কনওয়ে ২৪ বল খেলে তুলেন ২৭ রান। গ্লেন ফিলিপস ১৫ বলে তুলেন ১৩ রান।

টিম সেইফার্ত ৮ বলে ৮ ও মিচেল স্যান্টনার ৫ বলে করেন ৬ রান। ২ বলে ২ রান করে ক্রিজে ছিলেন ইশ শোধি।

পাকিস্তানের হয়ে চারটি উইকেট তুলে নেন হারিস রউফ। ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি ও মোহম্মদ হাফিজ একটি করে উইকেট আদায় করেন।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্রায়াল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ত (উইকেটরক্ষক), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh