• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্কটিশদের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু আফগানদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ২৩:১৬
afghanistan-vs-scotland, RTV online
ছবি- সংগৃহীত

স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ অভিযান শুরু করল আফগানিস্তান। শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান।

সোমবার (২৫ অক্টোবর) স্কটিশ বোলারদের হতাশায় পুড়িয়ে সংগ্রহ করে আসরের সর্বোচ্চ পুঁজি। ৪ উইকেটে ১৯০ রানে নাজিবুল্লাহ জাদরান ৫৯, রহমতুল্লাহ গুরবাজ ৪৬ ও হযরতুল্লাহ জাজাইয়ের অবদান ৪৪ রান। দুটি উইকেট নেন সাফিয়ান শরিফ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে তিন উইকেট খুইয়ে পথ হারায় স্কটল্যান্ড। দুই আফগান স্পিনার মুজিবুর রহমানের পাঁচ ও রশিদ খানের ৪ উইকেট শিকারে ১০ ওভার দুই বলে ৬০ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

সর্বোচ্চ ২৫ রান করেন জর্জ মুনসি। ম্যাচসেরা হয়েছেন মুজিবুর রহমান।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড, রিচার্ড বেরিংটন, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, জোস ডেভি ও ব্র্যাড হোয়েল।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নায়েব, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নবিন উল হক ।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh