• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে স্কটিশদের বিপক্ষে ব্যাট করবে আফগানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১৯:৩৫
T20 WORLD CUP, #AFGvSCO, icc, rtv online
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে শুরু আফগানিস্তানের মিশন। সোমবার (২৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ নবি বাহিনী।

আফগানিস্তান যে কতটা শক্তিশালী তার জানান দিয়েছে আগেই। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলো যখন বাছাইপর্ব পেরিয়ে মূল লড়াইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে সেখানে আফগানরা থেকেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলোর কাতারে।

আফগানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাছাইপর্বের তিনটি ম্যাচে যারা শক্তির জানান দিয়েছে ভালো করেই। ওমান, পাপুয়া নিউগিনির মতো দলকে যেমন হারিয়েছে; তেমনি টাইগাররাও বশ্যতা স্বীকার করেছে স্কটিশ শিবিরের কাছে। তাই মূল আসরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া কোয়েটজার বাহিনী।

তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান গাইছে আফগানদের জয়গান। সবশেষ পাঁচবারের টি-টোয়েন্টি লড়াইয়ে স্কটিশরা একবারও বিজয় আনতে পারেনি। প্রতিবারই বিজয়োল্লাস করেছে আফগানরা।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড, রিচার্ড বেরিংটন, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, জোস ডেভি ও ব্র্যাড হোয়েল।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নায়েব, নজিবুল্লাহ জাদরান,
করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন উল হক ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
X
Fresh