• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্লো উইকেটে ধীর শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৬:৩৯
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে বুঝে শুনে এগোচ্ছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১ উইকেটে ৪১ রান। উইকেটে নাইম শেখের সঙ্গে আছেন সাকিব আল হাসান।

শারজার উইকেট স্লো, সে বিষয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সেই জানিয়েছেন। পিচের পাশাপাশি মাঠের আউট ফিল্ডের আচরণ একি।

এর আগে, আবুধাবির টলারেন্স ওভালে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে টাইগাররা। সে হারের ক্ষত মুছে মাহমুদউল্লাহরা চাইবে জয় দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করতে।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ । আর শ্রীলঙ্কা দলে মাহিস থাক্সেনার ইনজুরি থেকে সুস্থ্য না হওয়ায় একাদশে সুযোগ মিলেছে ভিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কা একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও ভিনুরা ফার্নান্দো

টিএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
X
Fresh