• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টিতে উইন্ডিজদের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ২১:৫৯
ছবি- আইসিসি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে পড়ে? বেন স্টোকসের শেষ ওভারে কার্লোস ব্রেথওয়েটের ছক্কার ঝড়ে শিরোপা হাতছাড়া করে ইংল্যান্ড। তবে এবার দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পেয়ে গেল দুই দলকে।

প্রায় চার বছর ধরে প্রতিশোধের আগুন জ্বলা ইংলিশরা উইন্ডিজকে পেয়েই যেন জ্বলে উঠল তেলে-বেগুনে।দুবাইতে টস জিতে উইন্ডিজকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের।

ব্যাট করতে নেমে তোপের মুখে পড়ে ইংলিশ বোলারদের। খেলতে পারেনি গোটা কুড়ি ওভারও। দলের পক্ষে ক্রিস গেইল খেলেন সর্বোচ্চ ১৩ রান। বাকিরা পার করতে পারেনি দশ রানের কোঠাও।

এতে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা অল-আউট হয়ে যায় ১৪.২ ওভারে মাত্র ৫৫ রানে। এদিন আদিল রশীদ একাই তুলে নেন ৪ উইকেট, ২.২ ওভারে ২ রান দিয়ে। এছাড়াও মঈন আলী ও তায়মাল মিলস নেন ২টি করে উইকেট।

এটি উইন্ডিজদের টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বনিন্ম রান। এর আগেও তারা ইংল্যান্ডের কাছে ৪৫ রানে অল-আউট হয়ে যায়। যা টি-টোয়েন্টির ইতিহাসে টেস্ট খেলা দেশগুলোর মধ্যে সর্বনিম্ন রান হয়ে আছে।

চলতি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের ম্যাচটিও হয়েছিল লো-স্কোরিং ম্যাচ। নেদারল্যান্ডস আগে ব্যাট করে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায়।

এমআর/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh