• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৫৫ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ২১:২০
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online
ছবি- সংগৃহীত

ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই বড় ধাক্কা খেল। মাত্র ৫৫ রানে অল আউট হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার (২৩ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর উইন্ডিজদের ব্যাট করতে পাঠায় ইংলিশরা।

পরিকল্পনা অনুযায়ী দলকে সফলতা এনে দিতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের বোলাররা।

দলের হয়ে সবচেয়ে বেশি রান এসেছে গেইলের ব্যাট থেকে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বল খেলে ১৩ রান তুলেছেন টি-টোয়েন্টির সবচেয়ে সফলতম এই ব্যাটার।

৭ বলে ৩ রান তুলেন ওপেনার এভিন লুইস। লেন্ডল সিমন্স ৫ বলে করেছেন ৬ রান। ৯ রান করতে সমান সংখ্যক বল খেলেছেন শিমরন হেটমায়ার।

অন্যদিকে ডোয়াইন ব্রাভো ৫ বলে ৫, নিকোলাস পুরান ৯ বলে ১ ও অধিনায়ক কাইরন পোলার্ড ১৪ বলে ৬ রান তুলেন।

দুই বল খেলে রানার খাতা না তুলেই মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। প্রথম বলেই শূন্য হাতে ফেরেন ওবে ম্যাককয়।

দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো খেলতে নেমে রবি রামপল ৮ বলে ১ রান করেন। ১৩ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন আকিল হোসেন।

মাত্র ২ ওভার ২ বলে ২ রান দিয়ে চার উইকেট তুলেছেন আদিল রশিদ। দুটি করে উইকেট আদায় করেন মঈন আলী ও টেইমাল মিলস। একটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস, ক্রিস জর্ডান।

জেনে নিন ‍দুই দলের একাদশ

ইংল্যান্ড

জস বাটলার, জেসন রয়, ডাউইড মালান, এউইন মরগ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টেইমাল মিলস।

ওয়েস্ট ইন্ডিজ

এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড (অধিনায়ক), আকিল হোসেন ওবে ম্যাককয় ও রবি রামপল।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
শাহিনের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে পিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে যা জানালেন তামিম
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন ইমাদ
X
Fresh