• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শারজাহ’র উইকেট ঢাকার মতোই: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ১৯:৩৭
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online, rasel domingo mahmudullah
রাসেল ডমিঙ্গো

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের যাত্রা শুরু করছে বাংলাদেশ।টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে লাল-সবুজদের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন ঢাকার সঙ্গে এই ভেন্যুর বেশ মিল রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। এসময় তার কাছে জানতে চাওয়া হয় লঙ্কানদের বিপক্ষে কি হতে পারে বাংলাদেশের জন্য ‘এক্স ফ্যাক্টর?’

প্রোটিয়া এই কোচ বলেন, ‘আমরা দুই মাস আগেই তাদের বিপক্ষে খেলেছি। যদিও আলাদা ফরম্যাট। তবে ৫০ ওভারের ক্রিকেটে আমরা বেশ ভালোই করেছি। টেস্টে সিরিজেও বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। দু’একটি বিষয় নিয়ে বলা কঠিন। আমাদের দলে বেশ কয়েকজন কৌশলী বোলার রয়েছেন। কয়েকজন বিপজ্জনক ব্যাটারও আছেন। বিশ্ব মানের অলরাউন্ডার সাকিব আমাদের দলের অংশ। এই কন্ডিশনটাও আমাদের সঙ্গে যায়। শারজাহর উইকেট অনেকটা ঢাকার মতোই। আশাকরি বিষয়টি বাড়তি সুবিধা দেবে।’

মূল পর্বে বাংলাদেশ সময় বিকেল চারটা শুরু হবে টাইগারদের সব ম্যাচ।বিষয়টি ডমিঙ্গোর চোখে বেশ সুবিধাজনক মনে হচ্ছে।

‘দুপুরে ম্যাচ হওয়ায় আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে।কারণ শিশির। আমাদের স্পিনাররা টুর্নামেন্টজুড়ে বেশ ভালোই বল করেছে। আমরা জানি অন্যদলগুলো শিশির নিয়ে চিন্তিত।’
সুপার টুয়েলভে বাংলাদেশের অপর প্রতিপক্ষগুলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার দল না হওয়ায় মধ্যপ্রাচ্যে তাদের তুলনায় মাহমুদউল্লাহ রিয়াদরা এগিয়ে থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান কোচের বক্তব্য, ‘বিশ্বকাপের মূল পর্বে যেকোনো দল প্রতিপক্ষকে হারাতে পারে। আপনি যেই গ্রুপেই খেলেন না কেনো। দুটি গ্রুপই কঠিন। তাই গ্রুপ থেকে বিশেষ কোনও সুবিধা নিতে পারবো না।’

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh