• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেনেটুনে ১০০ পার করল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ১৭:৪৪
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (২৩ অক্টোবর) আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। দলীয় ১৩ রানে অধিনায়ক টেম্বা বাভুমা (১২) রান করে বিদায় নেওয়ার পর শুরু হয় আফ্রিকানদের ধস। কুইন্টন ডি কক (৭) রাসি ফন ডার ডুসেন (২) কেও টিকতে পারেনি অস্ট্রেলিয়ান বোলারদের আক্রমণের সামনে।

হেনরিচ ক্লাসেন (১৩) ও ডেভিড মিলার (১৬) ইডেন মার্করাম ছাড়া টপ অর্ডার ও মিডল অর্ডারের আর কেউ পারেনি দুই অঙ্কের স্কোর ছুঁতে। সর্বোচ্চ ৪০ রান আসে এইডেন মার্করামের ব্যাট থেকে। শেষদিকে কাগিসো রাবাদার এক ৬ ও এক চারে ১৯ রানের ইনিংসে ১০০ পার করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে টেম্বা বাভুমার দল।

এর আগে অনুশীলন ম্যাচে ভারতের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। সে ম্যাচে ব্যাট হাতে অজি ওপেনাররা ব্যর্থ হলেও রান পেয়েছিলেন স্টিভ স্মিথরা। বল হাতে যদিও ভারতকে আটকাতে পারেনি তারা। অন্য দিকে অনুশীলন ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস

দক্ষিণ আফ্রিকা একাদশ:

টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), হেনরিচ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনরিক নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

টিএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh