• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়ার ইতিহাস, বাদ পড়ল আয়ারল্যান্ড

শারজাহ থেকে ক্রীড়া প্রতিবেদক

  ২২ অক্টোবর ২০২১, ১৯:২৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই অঘটন ঘটিয়ে ফেলল আফ্রিকার দেশ নামিবিয়া। প্রথম পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিলো বিশ্বকাপের মূল পর্বে।

প্রথম পর্বে নামিবিয়া মোট দুটি জয় পেয়েছে। আইরিশরা হারিয়েছে কেবল নেদারল্যান্ডকে। নামিবিয়ার কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আগেই ছিটকে পড়তে হলো আইরিশদের।

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে ওঠা নামিবিয়ার মূল পর্বের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।

শারজাহতে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানের মাথায় বিদায় নেন নামিবিয়ার ওপেনার গ্রেইগ উইলিয়ামসন (১৫)। এরপর ৭৩ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার জানে গ্রীন (২৪)।

দুই ওপেনারের বিদায়ের পর ৩১ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডেভিড উইজ ও অধিনায়ক গেরহার্ড এরাসমাস।

উইজ করেন ১৪ বলে ২৮ আর এরাসমাস ৪৯ বলে ৫৩ রান। এই দুইজনের ব্যাটে ভর করে নামিবিয়া জয় পেয়েছে ৮ উইকেটে।

এর আগে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক এন্ডি বিলবার্নি। ওপেনিং জুটিতে ৬২ রান আসার পর পল স্টার্লিং বিদায় নেন ২৪ বলে ৩৮ রান করে। এরপর ২৫ (২৪) রানে বিদায় নেন আরেক ওপেনার কেভিন ওব্রায়েন।

তিন নম্বরে ব্যাট করতে নামা এন্ডি বিলবার্নি ২৮ বলে ২১ রান করে বিদায়ের পর বাকি ব্যাটারদের কেউই পার করতে পারেননি দশ রানের কোঠা।

নামিবিয়ার পক্ষে ৩ উইকেট নেন জান ফ্রাইলিংক, ২ উইকেট নেন ডেভিড উইজ ও ১টি করে উইকেট নেন জেজে স্মিট এবং বেরনার্ড স্কলজ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড নামিবিয়ার ব্যাটারের
X
Fresh