• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেশিদূর যেতে পারেনি আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১৭:৩৮
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষদিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আর তাই শুরুটা ভালো করে শেষটায় গলদ করলে আগের সবকিছু তখন মূল্যহীন হয়ে যায়। আয়ারল্যান্ড নামিবিয়ার ম্যাচে এমন ঘটনাই দেখলো ক্রিকেট বিশ্ব। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্তটাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছিল দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন (২৫) ও পল স্টার্লিং (৩৮)।

উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। তাও আবার ৭.২ ওভারে। এমন শুরুর পরও নামিবিয়ার বোলারদের কাছে রীতিমতো ধরাশায়ী হলো আয়ারল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটাররা। তিনে নামা অ্যান্ড্রু বালবিরনি কিছুটা আশার আলো দেখালেও পারেনি বেশিদূর যেতে। ২৮ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। এ ছাড়া বাকি সবার রান দেখলে মোবাইল নাম্বারের ডিজিট ছাড়া অন্যকিছু মনে হবে না।

এর আগে, আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে জিতে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭০ রানে পরাজিত হয়। অন্যদিকে নামিবিয়া তাদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৭ উইকেটে হারলেও পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায় আফ্রিকা দেশটি।

বল হাতে ৫ আইরিশ ব্যাটারকে ড্রেসিংরুমে পাঠিয়েছে আগের ম্যাচে ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালানো ডেভিড উইজ ও জ্যান ফ্রাইলিংক। উইস ২২ রান দিয়ে নেন ২ উইকেট আর ফ্রাইলিংকের ঝুলিতে জমা পড়ে ৩ উইকেট।

আয়ারল্যান্ড একাদশ :

অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলেনি, জশ লিটল, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, ক্রেইগ ইয়াং।

নামিবিয়া একাদশ :

জেরহার্ড এরাসনাস (অধিনায়ক), জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, পিক্কি ইয়া ফ্রান্স, ডেভিড উইজ, জেজে স্মিট, মাইকেল ফন লিংগেন, জ্যান ফ্রাইলিংক, জ্যান নিকল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলমান, ও বার্নার্ড স্কল্টজ

টিএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড
X
Fresh