• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ০০:২৪
ছবি: সংগৃহীত

ওমানকে ৮ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করলো স্কটল্যান্ড। ওমানের দেয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে জয় পায় স্কটিশরা।

আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ওমান দলের শুরুটাই হয় এলোমেলো। দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার যতিন্দর সিং রান আউটের শিকার হন শূন্য রানে। স্বাগতিকদের সেরা ব্যাটার যতিন্দর আউটের পর কিছুটা ব্যাকফুটে চলে যায় ওমান। সে চাপ সামাল দিতে না দিতেই আরেক মারকুটে ব্যাটার কাইসায়াপ প্রজাপতি বিদায় নেয় ৩ রান করে।

১৩ রানে ২ উইকেট হারানো ওমান দলের হাল ধরেন আরেক ওপেনার আকিব ইলিয়াস। খেলেন ৩৫ বলে ৩৭ রানের এক ইনিংস। চার নাম্বারে নামা মোহাম্মদ নাদিমের ২১ বলে ২৫ রানের ইনিংসটা কিছুটা স্বস্তি দেয় ওমান শিবিরে।


তবে শুরুর ধাক্কাটা কাটিয়ে আর বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত অধিনায়ক জিশান মাকসুদের ৩০ বলে ৩৪ রানে ওমানের সবকটি উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১২২।

স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মাইকেল লিস্ক ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রান আসে উদ্বোধনী জুটিতে। ১৯ বলে ২০ রান করে ড্রেসিংরুমে পথ ধরেন জর্জ মুন্সে। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথু ক্রসকে অধিনায়ক কাইল কোয়েটজার এগুচ্ছিলেনি হিসেব কষেই। ২৮ বলে ৪১ রান করে আউট হন কোয়েটজার।

তবে উইকেটে থাকা ক্রস ও রিচি বেরিংটনের ব্যাটিং নৈপুন্যে জয়ের ধারায় থাকে স্কটিশরা। রিচি অপরাজিত থাকেন ২১ বলে ৩১ রান করে । ৩৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন ক্রস।

এ ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠে গেলো স্কটল্যান্ড। মূল পর্বে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। অন্যদিকে, দুই জয় নিয়ে গ্রুপ রানারআপ হয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ , শ্রীলঙ্কা, ও দক্ষিণ আফ্রিকা।

টিএন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং
X
Fresh