• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘সমালোচনা আমাদের স্পর্শ করে, আমরাও মানুষ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ০০:০১
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online
মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল ব্যবধান জয় পেয়ে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। যেমন ব্যাটিং তেমনি বোলিং সমান তালে ঝড় তুলে পাপুয়া নিউগিনির বিপক্ষে সহজ জয় তুলে নিলো বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো টাইগাররা।

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমান ম্যাচেও একটা সময় ব্যাকফুটে ছিল লাল-সবুজরা। আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে এমন পারফরমেন্সে প্রশ্ন উঠেছিল টাইগারদের নিয়ে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিষয়গুলো নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

‘সমালোচনা আমাদের স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদের পরিবার আছে। আমাদের বাবা-মা’রাও বসে থাকে টিভির সামনে। আমাদের বাচ্চারাও খেলা দেখে। তারাও মন খারাপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে। সমালোচনা তো হবেই। আমরাও আশা করি সমালোচনা হোক। আমরা খারাপ খেলেছি সমালোচনা হবেই। কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে ছোট করে ফেলে সেটা কিন্তু খারাপ লাগে।’

স্কটল্যান্ডের বিপক্ষে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা বেশি বল খেলেছিলেন। সমালোচনা হয়েছিলে তাদের ব্যাটিং নিয়ে।

অধিনায়ক বলেন, ‘অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি।’

মাহমুদউল্লাহ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলার সময় নিজেদের সর্বোচ্চটা দিতেই মাঠে নামেন।

‘সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই তখন আমাদেরও সম্মান অনুভব হয়। আমরা দেশের জন্য কতটুকু করি। সবারই ত্যাগ থাকে। কারো ব্যথা থাকে। কারো অনেক ইনজুরি থাকে। ওগুলো নিয়ে আমরা খেলি। দিনের পর দিন আমরা খেলি। পেছনের গল্পগুলো অনেকেই জানে না। এজন্য কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করা ঠিক না।’

সুপার টুয়েলভে টাইগারদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে বাংলাদেশের অপর প্রতিপক্ষ।

‘আশা করি, এখন কিছুটা স্বস্তি পাবো। সবচেয়ে বড় কথা, দলের ভেতরে যে উদ্রীবতা ছিল ওইটা নেই। এজন্য খেলোয়াড় এবং প্রত্যেক টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেওয়া উচিত। শুধু আমরাই নই। আমাদের স্টাফ, সোহেল ভাই (ম্যাসাজম্যান), রমজান (থ্রোয়ার) প্রত্যেকের ক্রেডিট দিতে হবে। আশা করছি ভালো কিছু হবে সামনে।’ যোগ করেন দলনেতা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh