• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও রেকর্ড, আফ্রিদির পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৯:১৫
সংগৃহীত

সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড করবেন এটাই যেন এখন ক্রিকেটের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব মঞ্চ এর ব্যাতিক্রম কিছু নয়। কদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে ছুঁয়েছেন সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এবার হলেন বিশ্ব আসরের সর্বোচ্চ উইকেটের মালিক।

৩৯ উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদির পাশে নিজের নাম বসালেন টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপে পাপুয়া নিউগিনির সঙ্গে অসাধারণ এ বোলিং স্পেল উপহার দেন সাকিব। ৪ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ৪ পিএনজি ব্যাটার।

তবে তালিকায় ১ নাম্বারেই থাকবে সাকিবের নাম। কারণ আফ্রিদির এই মাইলস্টোনে আসতে ম্যাচ খেলতে হয়েছে ৩৪টি। অন্যদিকে সাকিব ম্যাচ খেলেছে মাত্র ২৮টা। তালিকার তিন ও চার নাম্বারে আছেন যথাক্রমে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের সাইদ আজমল।

টিএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ফর্মে থাকা নারিনকে বিশ্বকাপে চান পাওয়েল
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
X
Fresh