• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিব-মুশফিকের বিদায়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ২৩:০৬
ছবি- আইসিসি

ওমানের আল আমেরাত একাডেমি মাঠে স্কটিশ ব্যাটাররা আগে ব্যাট করে বাংলাদেশের সামনে দাড় করিয়েছে লড়াই করার মতো পুঁজি। নিয়মিত উইকেট হারিয়েও কুড়ি ওভার শেষে বাংলাদেশকে ১৪১ রানের লক্ষ্য ছুড়ে দেয়।

এই লক্ষ্য তাড়া করতে নেমে স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকছে বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার বিদায় নিয়েছেন দলীয় ১৮ রানের মধ্যেই।

১.৩ ওভারের মাথায় সৌম্য সরকার মিড উইকেটে ক্যাচ দেন জশ ডেভের বলে মাত্র ৫ রান করে। এরপর ৩.৩ ওভারের মাথায় লিটন দাসকে ৫ রানে ফেরান ব্রাড হোয়েল।

দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে রান তুলছিলেন ধীর গতিতে। কিন্তু দলকে বিপদে ফেলে বিদায় নিয়েছেন সাকিবও। বাইরের বল টেনে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ২০ (২৮) রান করে।

সাকিবের খানিক বাদে বিদায় নিয়েছেন মুশফিকও। দলীয় ৭৪ রানের মাথায় গ্রেভসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ৩৬ বলে ৩৮ রান করে। আফিফ হোসেনকে নিয়ে লড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেটে ৭৩ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh