• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে ফিরেও নেপাল ম্যাচ ভুলতে পারেনি জামালরা

স্পোর্টস ডেস্ব, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১৯:১০
সংগৃহীত ছবি

বুকে কাপ জয়ের আকাঙ্খা আর প্রেরণা নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় নেপাল। তবে মাঠে নেপালের থেকে কঠিন প্রতিপক্ষ মনে হয়েছে রেফারিকে। উজবেকিস্তানের এই রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই ম্যাচটা হাত থেকে ছিটকে যায় লাল সবুজের বাংলাদেশের।

তাই ফাইনাল না খেলেই হতাশ বাংলাদেশ ফিরে আসে দেশে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে মালদ্বীপ থেকে দেশে ফিরেছে জামাল ভূঁইয়ার দল। মালদ্বীপের সীমানা পার হয়ে দেশে ফিরে এলেও এখনো নেপাল ম্যাচের স্মৃতি ভুলতে পারেনি তপু-সাদরা। অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘দলের সবারই মন খারাপ। আমরা নেপালের বিপক্ষে শেষ ৫ মিনিটে গোল হজম করেছি। এছাড়া আমাদের পারফরম্যান্স ভালো ছিল। সুযোগ ছিল ফাইনালে খেলার। তা হলো না, দুর্ভাগ্যবশত রেফারি বাজে পেনাল্টি দিয়েছে।’

নেপালের বিপক্ষে গোলরক্ষক জিতু লাল কার্ড পাওয়ার পর দায়িত্ব পালন করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা। বিতর্কিত পেনাল্টি শট রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে বলের গতির কাছে হার মানতে হয় তাকে।

বিমানবন্দরে রানা বলেন, ‘পেনাল্টি থেকে ৫০-৫০ সুযোগ থাকে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। প্রত্যাশা ছিল ফাইনালে খেলার, পূরণ হয়নি। নেপালও চাইছিল ড্র করতে। আমরা এগিয়ে থেকেও পারিনি, দুঃখজনক। রেফারির বাজে সিদ্ধান্তের কারণে আমরা হেরেছি।’

টিএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh