• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যালারিতে বসে পিএসজিকে জিততে দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ০৯:৩৩
PSG, NEYMAR, messi, rtv
ছবি- টুইটার

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। ম্যাচ খেলেই বুয়েন্স আয়ার্স থেকে ১১ হাজার কিলোমিটার পেরিয়ে লিওনেল মেসি হাজির প্যারিসে। পার্ক দো প্রিন্সেসের গ্যালারিতে বসে দেখলেন পিএসজির জয়। অ্যাঞ্জার্সকে ২-১ ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে লিগ ওয়ান জায়ান্টরা। একটি করে গোল ও অ্যাসিস্ট করে নায়ক কিলিয়ান এমবাপে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই খেলে আর্জেন্টিনা দলে থাকা মেসি, ডি মারিয়া ও পেরেদেজ ফিরলেও ছিলেন না স্কোয়াডে। একই কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমার, মার্কুইনহোসদের দেখা যায়নি মাঠে। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দায়িত্ব একাই নিজের কাঁধে নিয়ে নিলেন এমবাপে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের অ্যাসিস্টে গোল পান দানিলো পেরেইরা।

৬৯ মিনিটে পর্তুগিজ এই মিডফিল্ডারের করা গোলে এগিয়ে যায় পিএসজি। নির্ধারিত সময় শেষ হবার তিন মিনিট আগে পেনাল্টি পায় পারসিয়ানরা। এতে গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপে।

এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে প্যারিসের ক্লাবটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট তুলে চতুর্থ স্থানে অ্যাঞ্জার্স।

ওয়াই/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh