• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানকে সুখবর দিলো এসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ২০:২৯

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক স্বত্ব পেয়েছ পাকিস্তান। আসরটি হতে পারে ৫০ ওভারের।

এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী বোর্ডের বৈঠকে এই নেওয়া হয়েছে সিদ্ধান্তটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জে শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি এআরওয়াই নিউজের। কোভিড-১৯-এর ঝুঁকি এবং বিধিনিষেধের কারণে দীর্ঘ দুই বছর পর বসে সভা।

উল্লেখ্য, ২০২০ সালে এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। তবে কোভিডের কারণে সেটি অনুষ্ঠিত হতে পারেনি। ওই আসরটি পরে ২০২১ সালে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়েছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসরটির আয়োজক ছিল।

তবে শেষ পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সঙ্গে সূচির সংঘর্ষের কারণে টুর্নামেন্টটি আবারও স্থগিত করা হয়েছিল এবং আসরটি ২০২৩ সালে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

২০২৩ এশিয়া কাপের আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের পঞ্চদশ আসর আয়োজন করবে শ্রীলঙ্কা।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh