• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযোদ্ধা দাদার ইচ্ছায় বাংলাদেশে ইংল্যান্ডের ইউসুফ

  ১৪ অক্টোবর ২০২১, ২২:৫০
yousuf hoque under 23 asian championship bangladesh, IPSWICH TOWN FC, rtv online
ইউসুফ জুলকারনাইন হক

অক্টোবরের শেষ দিকে কুয়েতে বসতে চলেছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের খেলা। মারুফুল হকের অধীনে প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। এরইমধ্যে লাল-সবুজের ডেরায় যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ইপসউইচ টাউনের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এই উইঙ্গার। যুব এশিয়ান কাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৫ অক্টোবর কুয়েত, ২৮ অক্টোবর উজবেকিস্তান এবং ৩১ অক্টোবর সৌদি আরবের বিপক্ষে খেলবে তারা। ধানমন্ডির আবাহনী মাঠে আগেই অনুশীলন শুরু হয়েছে। পাসপোর্ট জটিলতায় একটু দেরি করেই যোগ দিলেন ইউসুফ। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন আরটিভি নিউজের সঙ্গে।

আরটিভি নিউজ

বাংলাদেশে কেমন লাগছে?

ইউসুফ জুলকারনাইন হক

খুব ভালো লাগছে। দশ বছর পর এসেছি। তা-ও এবার ফুটবল খেলার জন্য। সত্যি অন্যরকম অনুভূতি।

আরটিভি নিউজ

যুব এশিয়া গেমসের বাংলাদেশ দলে খেলার জন্য যখন প্রথমবারের মতো ডাক পেলেন, তখনকার অনুভূতি কেমন?

ইউসুফ জুলকারনাইন হক

সবার প্রথমে আমার দাদার কথা মাথায় এসেছে। তিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। গেল বছর মৃত্যু হয়েছে তার। দাদার ইচ্ছা পূরণে নিজের সেরাটা দিতে চাই।

আরটিভি নিউজ

আপনার পূর্ব পুরুষদের বাড়ি সিলেটে। বড় হয়েছেন ইংল্যান্ডে। বাংলাদেশে খেলার ইচ্ছা কীভাবে এলো?

ইউসুফ জুলকারনাইন হক

দাদার ইচ্ছা ছিল, দেশের জন্য পরিবারের নতুন প্রজন্মের পক্ষ থেকে যাতে কিছু করতে পারি। ছোটবেলা থেকে তার সাহসী গল্প শুনে বড় হয়েছি। এখন সময় এসেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ অথবা জাতীয় দলে সুযোগ পেলে ভালো কিছু করতে চাই।

আরটিভি নিউজ

দেরি করে অনুশীলনে যোগ দিয়েছেন। নতুন কোচ ও সতীর্থদের সঙ্গে কেমন লাগছে? আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কি?

ইউসুফ জুলকারনাইন হক

আমার পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা ছিল। তবে এখন সমাধানের পথে। দলের সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। কোচ আমাকে বাড়তি সময় দিচ্ছেন। ভুল হলে সেগুলো ধরিয়ে দিচ্ছেন। এখানে আবহাওয়া অনেক গরম। তবে এগুলোকে মানিয়ে নিতে হবে।

আরটিভি নিউজ

বাংলাদেশ জাতীয় দলে আপনার প্রিয় খেলোয়াড় কে? বিশ্ব ফুটবলে কাদের অনুসরণ করেন?

ইউসুফ জুলকারনাইন হক

জামাল ভূঁইয়াকে আমার অনেক পছন্দ। তার নেতৃত্বগুণ আছে। আমার প্রিয় খেলোয়াড় নেইমার। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে অনুপ্রেরণা পাই।

আরটিভি নিউজ

আপনার শক্তির জায়গা ড্রিবলিং। ইউটিউবে থাকা ভিডিওতে নেইমারের মতো লেফট উইংয়ে খেলতে দেখা গেছে আপনাকে। আপনার পছন্দের পজিশন কোনটা?

ইউসুফ জুলকারনাইন হক

ফরোয়ার্ড-অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। কোচ আমাকে পজিশন নির্ধারণ করে দেবেন। চেষ্টা করব নিজের দায়িত্বপালনের।

আরটিভি নিউজ

ফুটবলে আসার পেছনের গল্প?

ইউসুফ জুলকারনাইন হক

খেলাধুলার প্রতি মনোযোগ ছিল। ক্রিকেট-ফুটবল দুইটাই খেলতাম। আমি যখন ছোট ছিলাম, চেলসিসহ একাধিক ক্লাবে ফুটবলে ট্রায়াল দিই। তবে ইপসউইচ আমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। তাই তাদের সঙ্গে চুক্তি হয়।

আরটিভি নিউজ

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলছেন। লেস্টার সিটির এই মিডফিল্ডার ইংল্যান্ড বয়সভিত্তিক দলেও মাঠে নেমেছেন। তার সঙ্গে কখনও কথা হয়েছে?

ইউসুফ জুলকারনাইন হক

আমার মতো তার বাড়িও সিলেটে। তিনি অনেক বড় তারকা। আমরা আলাদা শহরে থাকি কখনও সুযোগ হয়নি দেখা করার।

আরটিভি নিউজ

আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান?

ইউসুফ জুলকারনাইন হক

আমি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা আমার স্বপ্ন।

ওয়াই/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh