• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ১৫:১৭
টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপাকে বাংলাদেশ
ফাইল ছবি

টি-টুয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের স্কোর ১৩ ওভারে ৬ উইকেটে ৯০ রান।

দলীয় ৫ রানের মাথায় ৩ রান করে নাইম শেখ আউট হলে বোর্ডে আর কোনও রান যোগ করার আগেই ফেরেন আরেক ওপেনার লিটন দাস (১)। অনেকদিন যাবত ফর্মের বাইরে থাকা মুশফিকুর রহিম এ ম্যাচেও পারেননি বড় স্কোর গড়তে। মাত্র ৪ রান করে ক্রেইগ ইয়াংয়ের শিকার হোন মুশি।

পাঁচে নামা আফিফ হোসেন ধ্রুব বড় রান করার আভাস দিলেও সেটা ধরে রাখতে পারেননি। ১৬ বলে ১৭ রান করে আউট হন ধ্রুব।

এর আগে, আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে গ্যারেথ ডেলানির ৫০ বলে ৮৮ রানের ওপর ভর করে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। তাকে সঙ্গ দেওয়া হ্যারি টেক্টর করেন অপরাজিত ২৩ রান।

টাইগারদের হয়ে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। এছাড়া নাসুম নেন একটি উইকেট।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান 'এ' দলের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

টিএন/এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
কেন গতি কমিয়ে চলছে ট্রেন
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
X
Fresh