• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচে হার নিয়ে চিন্তিত নই: নান্নু

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ২১:১০
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online
ছবি- বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরুর বুকে টাইগারা। নিচ্ছে প্রস্তুতি। খেলছে প্রস্তুতি ম্যাচও। তবে বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে শুরুটা তেমন ভালো হয়নি সৌম্য-লিটনদের। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার ৪ উইকেটে।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রস্তুতি ম্যাচ নিয়ে প্রধান নির্বাচকের ভাবনাটা একটু ভিন্ন। জানান, ‘দেশের উইকেট ওমানের উইকেট খেলেছে আর আবুধাবির উইকেট তিনটা তিন রকম। আমরা ঘরের মাঠে প্রস্তুতি নিয়েছি অনেকদিন তাই এ মাঠগুলোর উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই ওমানে আমরা ১০ দিন আগেই গেছি। তাই ১৭ তারিখের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারব।’

প্রস্তুতি ম্যাচে হার নিয়ে চিন্তিত কি-না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে, সবাইকে মূল্যায়ন করা হয় আর কি। সবাই এখানে প্রিপেয়ার হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ খেলছে। সহসা কিন্তু এতগুলো ম্যাচ পাওয়া যায় না। তো নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh