• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২১, ২১:৫১
t20 world cup oman and arab emirates, bangladesh, rtv online

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মঙ্গলবার (১২ অক্টোবর) আবুধাবির টলরেন্স ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল-সবুজরা। চোটের কারণে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক মাহমদউল্লাহ রিয়াদ। তার বদলে টস করতে এসেছিলেন লিটন দাস।

সংযুক্ত আরব আমিরাতে এই মাঠে ১৯ বল খেলে ১১ রান করেন নাইম শেখ। ১৪ বলে ৩ চারে ১৬ রান তুলেন লিটন দাস।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৩৪ রান তুলেন সৌম্য সরকার। দুটি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে।

একটি চার হাঁকিয়ে ১৩ বলে ১৩ রান তুলেন মুশিফিকুর রহিম। অন্যদিকে এক ছক্কায় ১১ বলে ১১ রান করেন আফিফ হোসেন দ্রুব।

একটি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করেন নুরুল হাসান সোহান। ৮ বল খেলে ৫ রান করে ফিরে যান শামিম হোসেন।

মেহেদী হাসান ১২ বলে ১৬ রান তুলেন। তার সঙ্গে ৪ বলে ৪ রান করে ক্রিজে ছিলেন তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার হয়ে দুশমান্থা চামিরা আদায় করেন চারটি উইকেট। একটি করে উইকেট শিকার করেন লাহিরু কুমারা, মহেশ ঠিকশানা, ওয়াহিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় যে ২৭ ক্রিকেটার
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh