• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তিন ডিসিপ্লিন নিয়ে মেয়র কাপ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৯:৩৬
তিন ডিসিপ্লিন নিয়ে মেয়র কাপ

প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় 'খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ, পাওয়ার্ড বাই রানার, কো-পাওয়ার্ড বাই দারাজ।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর স্থানীয় এক হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ফুটবল-ক্রিকেট-ভলিবল তিনটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এবারের মেয়র কাপ।১৫ নভেম্বর শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটি করপোরেশনের ৫৪ টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে এবারের আসরে।

ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন সাবেক তারকা স্ট্রাইকার মোহাম্মদ আসলাম। অন্যদিকে ভলিবলের দায়িত্ব পালন করবেন ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ফজলে রাব্বি বাবুল।

আয়োজনের প্রচার-প্রচারণায় থাকবেন মাশরাফি বিন মর্তুজা, আকরাম খান, তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটাররা। থাকছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস।

ওয়াই/এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষণ রোধে খালের পাড়ে বসানো হবে সিসি ক্যামেরা
X
Fresh