• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলম্বিয়ার কাছে আটকে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ০৮:৫৩

জয়রথে থামতে হলো ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন অঞ্চলের খেলায় টানা ৯ ম্যাচ জয়ের পর কলম্বিয়ার সঙ্গে ড্র করতে হলো নেইমারদের। কলম্বিয়ার বারাংকিইয়ায় রোববার রাতের ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে।

অথচ গত তিন দিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। ওই ম্যাচে তিনটি গোলই আসে শেষের ৩০ মিনিটে।

কলম্বিয়ার বিপক্ষেও শেষ ২০ মিনিটে প্রাণপণ চেষ্টা করে তিতের শিষ্যরা। সুযোগ আসে ঠিকই তবে বল পাঠাতে পারেনি জালে।

কলম্বিয়া গোটা ম্যাচেই ভালো খেলেছে। ব্রাজিলকে হারাতে একের পর এক আক্রমণ চালালেও আটকে যায় রক্ষণভাগের দেয়ালে। টার্গেট শট দুই দলের চারটি করে থাকলেও কলম্বিয়া শট নেয় ১২টি আর ব্রাজিল নেয় ৯টি শট।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণভাগে ঢুকে পড়ে কলম্বিয়া। এরপর চার মিনিটের মাথায় আবারও আক্রমণ চালায় ব্রাজিলের রক্ষণ দেয়ালে। যদিও ব্যর্থ হন নিজেদের ভুলে।

Manchester United selló el fichaje de Cristiano Ronaldo en el jardín de mi  casa, fue divertido" | premier-league | GolCaracol

ব্রাজিলের এগিয়ে যাওয়ার সুযোগ আসে ১৪ মিনিটের মাথায়। নেইমারের বাড়িয়ে দেওয়া বল লুকাস পাকেতার শট নিলেও সঠিক জায়গায় নিতে পারেননি। খানিক বাদে আবারও আক্রমণ চালায় কলম্বিয়া।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একইভাবে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। দু'দলের লড়াই শেষ পর্যন্ত থামে গোলশূন্য থেকে। বাছাই পর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে পাঁচ নম্বরে।

১০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর আর চার নম্বরে রয়েছে উরুগুয়ে ।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh