• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সাফ ফুটবল

শ্রীলঙ্কার সঙ্গে ড্র, বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ২০:১২

সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিটের তকমা নিয়েই মালদ্বীপে ভারত। সুনীল ছেত্রীর নেতৃত্বে দলটা দারুণ খেলছে বলেই তাদের ফেভারিট বলা। তবে সাফের প্রথম দুই ম্যাচেই ড্র করে এখন বিপাকে দলটা।

প্রথমে ১-১ গোলে বাংলাদেশের সঙ্গে, এবার শ্রীলঙ্কার সঙ্গেও ড্র করেছে তারা। বৃহস্পতিবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে বেশ বড়সড় ধাক্কা খেল উড়তে থাকা ভারত।

সাতবারের চ্যাম্পিয়নরা বাংলাদেশের ধাক্কা সামলে উঠতে লঙ্কানদের হারানোর জন্যই মাঠে নেমেছিল নিশ্চিতভাবে। অথচ, এই ম্যাচটায় তাদের দারুণভাবে রুখে দিয়েছে।

গোটা ম্যাচ নিয়ন্ত্রণ ছিল ভারতের। ১১ শটের একটা ছিল টার্গেট শট। বিপরীতে লঙ্কানদের শট ছিল কেবল একটাই। ছিল না কোনো টার্গেট শট। বলের নিয়ন্ত্রণ ভারতের ৭৪ ভাগের বদলে ২৭ ভাগ ছিল শ্রীলঙ্কার। শুধু গোল করতেই ব্যর্থ হয়েছে ছেত্রীরা।

দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এখন ২। রয়েছে টেবিলের তিন নম্বরে। দুই পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশের অবস্থান দুই নম্বরে। আজ রাতেই আবার মালদ্বীপের বিপক্ষে নামবে জামাল ভূঁইয়ারা। এদিকে নেপাল ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে আরটিভির পর্দা মাতাবেন তৌসিফ-সাফা
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
‘সাংবাদিকদের প্রশ্নের সুর বদলেছে, এটাই আমাদের বড় সাফল্য’
X
Fresh