• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নির্দিষ্ট সময়ে দুবাই যাওয়া নিয়ে অনিশ্চয়তা টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক, ওমান থেকে

  ০৭ অক্টোবর ২০২১, ১৯:০২
হাবিবুল বাশার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানে এখন বাংলাদেশ দল। গত ৩ অক্টোবর রাতে বেশ ঝক্কিঝামেলার পর ওমানের উদ্দেশে রওনা করে টাইগাররা। সেখানে একদিন কোয়ারেন্টিনে থেকে ৫ তারিখে নামে অনুশীলনে।

ওমান ‘এ’ দলের সঙ্গে আগামী ৮ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ।

তবে ৯ অক্টোবর যাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে, এরপর ৯ তারিখ আমাদের দুবাই যাওয়ার কথা ছিল। ওখানে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবে ৯ তারিখে যাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এদিন না যেতে পারলেও পরের দিন যাব ইনশাআল্লাহ। আশা করি প্র্যাক্টিস ম্যাচগুলার আগে পৌঁছাতে পারলেই হবে। তারপর আবারও ওমানে ফিরে আসব, তখনই মূলত আমাদের বিশ্বকাপ শুরু হবে।’

বিশ্বকাপ শুরুর বেশ আগেই ওমানে কন্ডিশনিং ক্যাম্প করতে গিয়েছে দল। হাবিবুল বাশার মনে করছেন, ‘ওমানে আগে এসে ভালোই হয়েছে আমি মনে করি। কেননা, ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। তাছাড়া আমিরাতে হবে অফিসিয়াল প্র্যাক্টিস ম্যাচগুলো। তাই আপাতত সবকিছু ভালোই মনে হচ্ছে এখনও।’

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার
নতুন প্রধান নির্বাচক কে এই গাজী আশরাফ
X
Fresh