• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২১, ১০:৩৯
ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল
ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় মাস্কাট বিমানবন্দরে পৌঁছান মাহমুদুল্লাহরা। একদিনের রুম কোয়ারেন্টিন শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

এর আগে শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে বাংলাদেশ দলের ওমানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিছুটা নাটকীয়তার পর ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করে রাত সাড়ে ১২টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

আগামী ১৭ অক্টোবর পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের। এদিন আট দল নিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্ব বা বাছাই পর্ব। বাংলাদেশ দল ওমানে চার দিন অনুশীলন করার পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে। সেখানে গিয়েও এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। ১১ অক্টোবর থেকে আবারও অনুশীলন শুরু করবে টাইগাররা।

এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
ডব্লিউএস/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা
হাতিয়ায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা 
টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে লঙ্কানরা
ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh